Tumpa Song Lyrics In Bengali | Rip Rest in প্রেম

2048

Tumpa Song Lyrics from Rip Rest in প্রেম  album. You can get Tumpa Song Lyrics In Bengali Both Font, and Song Lyric Photo, Captions. This song is sung by Arab, music by Indraneel Chatterjee & Arob and Arob written this song.

Tumpa Song Lyrics In Bengali

Tumpa Song Lyric Photo And Captions High Quality 👇👇👇

Tumpa Song Lyrics In Bengali

….If You Can’t Find The Telegram Channel….

1. Open The Telegram App

2. Type In The Search Bar @voicelyrics

Song : Tumpa ( Item Song )

Webseries : Rip Rest in প্রেম

Music – Indraneel Chatterjee & Arob

Vocal & Lyrics : Arob

Tumpa Song Lyrics In Bengali

বেনারসী পরিয়ে 

সিঁথিতে সিঁদুর দিয়ে,

তারাপিঠে গিয়ে করেছিলাম বিয়ে,

রাতে ফুলশয্যা হলো তারপর সকাল হলো 

ঘুম থেকে উঠে দেখি

বউ পালালো জানলা দিয়ে ..


বউটা চলে গেল, মনটা ভেঙে গেল

প্রেস্টিজ যা ছিল পাংচার হয়ে গেল। 

রেললাইনে গলা দেবো

তখন আমি ভেবেছিলাম,

তারপর হঠাৎ করেই

লাইফে আমার টুম্পা এলো। 


ও টুম্পা সোনা দুটো হাম্পি দেনা

আমি মাইরি বলছি আর খৈনি খাব না,

চাঁদনী রাতে আমি টুম্পার সাথে

যাবো ডিনার ডেটে পোচ মামলেট খেতে ..


টুম্পা

নাকে নাক ঘষে দেনা,

টুম্পা

তুই আমার পুঁচকি সোনা,

টুম্পা

তোকে নিয়ে দীঘা যাবো,

টুম্পা

গ্যাঁদা ফুলে খাট সাজাবো টুম্পা ..


এই টুম্পা আয় আয় !

টুম্পা আজা মেরি পাস

থোড়ি চ্যানসে লে তু শ্বাস,

আমি হেরে যাওয়ার আগেই

উল্টে দেবো তাস,

পাল্টে দেব বাজি, নমস্কার পাজি

সব স্বপ্ন হবে সত্যি

বলছে মিঠুন চক্রবর্তী। 

মিঠুন দা, নাচুন না

এই মিঠুন দা নাচুন না। 


আমি গয়া গিয়ে

মাথার চুল কামিয়ে,

আগের বউয়ের নামে

এসেছি পিন্ডি দিয়ে। 

সামনের ভাদ্র মাসে ছাঁদনা তলায় বসে

ইংলিশে মন্ত্র পড়ে

টুম্পাকে করবো বিয়ে। 


ও টুম্পা সনম তুঝে মেরি কসম

আমি বস্তির বাদশা, তুই আমার বেগম। 

কোনো মধুর রাতে আমি টুম্পার সাথে

বসে বাদাম খাবো আমার টালির ছাতে ..


টুম্পা

নাকে নাক ঘষে দেনা,

টুম্পা

তুই আমার পুঁচকি সোনা,

টুম্পা

তোকে নিয়ে দিঘা যাবো,

টুম্পা

গ্যাঁদা ফুলে খাট সাজাবো টুম্পা ..

This Song Written by:- Arob