Tumi Jodi Chao Lyrics
Song : Tumi Jodi Chao
Movie : Dharmajuddha
Singer : Shreya Ghoshal & Dev Arijit
Music : Indraadip Das Gupta
Lyrics : Ritam Sen
Tumi Jodi Chao Lyrics In Bengali
তুমি যদি চাও, দু’হাত বাড়াই
তুমি যদি চাও, নিজেকে হারাই।
তুমি যদি চাও মানুষের ভিড়ে
কাঁধে মাথা রাখি আদর কুড়োই।তুমি যদি চাও, দু’হাত বাড়াই
তুমি যদি চাও, নিজেকে হারাই।যেমন ইচ্ছে আমাকে সাজাও
এটুকু আঁধার আলো করে দাও,
ভালোবাসা দিয়ে, ভালোবাসা বাঁধি
তোমার জন্যে, তুমি যদি চাও।Piya ghar aayo mora
Piya ghar aayo mora..যেমন ইচ্ছে আমাকে সাজাও
এটুকু আঁধার আলো করে দাও,
ভালোবাসা দিয়ে, ভালোবাসা বাঁধি
তোমার জন্যে, তুমি যদি চাও।তুমি যদি চাও, পুত্তু বানাই
তুমি যদি চাও, স্বপ্ন আনাই,
তুমি যদি চাও হাতে হাত রাখি
পাশাপাশি হাঁটি একসাথে গাই।তুমি যদি চাও, দু’হাত বাড়াই
তুমি যদি চাও, নিজেকে হারাই।
Tumi Jodi Chao Lyrics In English
The lyrics for this song are no longer available. So you can bookmark this page. You will find the lyrics of this song first on this website