এটি বাংলা প্রেমের গান। আপনি বাংলা ফন্টে Keu Jaane Naa Lyrics In Bengali Font, এবং গানের লিরিক ফটো, ক্যাপশন পাবেন । এই গানটি গেয়েছেন অরিজিৎ সিং, মিউজিক করেছেন স্যাভি এবং প্রসেন এই গানটি লিখেছেন।
Keu Jaane Naa Song Lyrics Photo And Captions High Quality 👇👇👇
….If You Can’t Find The Telegram Channel….
1. Open The Telegram App
2. Type In The Search Bar @voicelyrics
Song Details :
Singer : Arijit Singh
Music : Savvy
Lyrics : Prosen
Keu Jaane Naa Lyrics In Bengali
পাগল হয়ে আছি, তোরই কারণ
সাথে করে এনেছি, নে এই মন,
তোর হাসির ছল, তোর চুলের দল
আমাকে কেড়ে নেয়।
তোর চোখের ঝিল, জানি
পেরোনো মুশকিল, মানি
তাও পারিনা যে এগিয়ে গিয়েছে
আমারই দুটো পা।
তোকে একার দেখার লুকিয়ে কি মজা
সে তো আমি ছাড়া কেউ জানে না,
তোকে চাওয়ারা পাওয়ারা নয় রে সোজা
সে তো আমি ছাড়া কেউ জানে না।।
সত্যি করে বল, তোর কি মনে হয়
মনের কোলাহল কেউ কারো নয়,
ব্যস্ত আছে খুব বুকের চলাচল
মায়াবী লাগে সব রুপোলি এ সময়।
তোর চোখের ঝিল, জানি
পেরোনো মুশকিল, মানি
তাও পারিনা যে এগিয়ে গিয়েছে
আমারই দুটো পা।
তোকে একার দেখার লুকিয়ে কি মজা
সে তো আমি ছাড়া কেউ জানে না,
তোকে চাওয়ারা পাওয়ারা নয় রে সোজা
সে তো আমি ছাড়া কেউ জানে না।।
একলা ছিল মন ধূসর এতো দিন
এক ঝলকে তোর হয়েছে কি রঙ্গীন,
শুনতে পেলে যেই নূপুর বাজে তোর
বেঁচে থাকাই দায়, মরে যাওয়া কঠিন।
তোর চোখের ঝিল, জানি
পেরোনো মুশকিল, মানি
তাও পারিনা যে এগিয়ে গিয়েছে
আমারই দুটো পা।
তোকে একার দেখার লুকিয়ে কি মজা
সে তো আমি ছাড়া কেউ জানে না,
তোকে চাওয়ারা পাওয়ারা নয় রে সোজা
সে তো আমি ছাড়া কেউ জানে না।।