Jokhon Porbe Na Mor Lyrics
Jokhon Probe Na Mor Lyrics. lyrics of Rabindra sangeet. Rabindranath Tagore wrote this song. You can find this song lyrics in English and lyrics in Bengali both font.
Jokhon Porbe Na Mor Lyrics |
Jokhon Porbe Na Mor Lyrics In Bengali
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
আমি বাইব না
আমি বাইব না মোর খেয়ারতরী এই ঘাটে,
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে ।
চুকিয়ে দেব বেচা কেনা,
মিটিয়ে দেব গো,
মিটিয়ে দেব লেনা দেনা,
বন্ধ হবে আনাগোনা এই হাটে ।
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে
নাই বা আমায় ডাকলে ।
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে ।
যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়,
কাঁটালতা,
কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়, আহা,
যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়
ফুলের বাগান,
ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসের,
শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায়
তখন আমায় নাই বা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে
নাইবা আমায় ডাকলে ।
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে ।
তখন এমনি করে বাজবে বাঁশি এই নাটে,
কাটবে দিন কাটবে,
কাটবে গো দিন আজও যেমন দিন কাটে, আহা,
এমনি করে বাজবে বাঁশি এই নাটে
ঘাটে ঘাটে খেয়ার তরী
এমনি, এমনি সে দিন উঠবে ভরি-
চরবে গোরু খেলবে রাখাল ঐ মাঠে ।
তখন আমায় নাই বা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে
নাইবা আমায় ডাকলে।
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে ।
তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি
সকল খেলায়,
সকল খেলায় করব খেলা এই আমি – আহা,
কে বলে গো সেই প্রভাতে নেই আমি ।
নতুন নামে ডাকবে মোরে বাঁধবে,
বাঁধবে নতুন বাহু-ডোরে,
আসব যাব চিরদিনের সেই আমি ।
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে
নাই বা আমায় ডাকলে ।
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে ।
Jokhon Porbe Na Mor Lyrics In English
Jokhon porbe na mor
Payer chinnho ei bate
Ami baibo na
Ami baibo na mor kheyar tori ei ghate go
Jokhon porbe na mor
Payer chinnho ei bate
Chukiye debo becha kena,
Mitiye debo go, mitiye debo lena dena,
Bondho hobe ana gona ae haate-
Tokhon amay naiba mone rakhle,
Tarar pane cheye cheye
Naiba amay dakle
Jokhon porbe na mor
Payer chinnho ei bate
Jokhon jombe dhula tanpuratar targulay,
Kantalota,
Kantalota uthbe ghorer dhargulay, aha,
Jombe dhula tanpuratar targulay,
Phuler bagan ghono ghaser
Porbe sojja bonobaser,
Sayola eshe ghirbe dighir dhargulye-
Tokhon amaye naiba mone rakhle,
Tarar pane cheye cheye
Naiba amay dakle
Jokhon porbe na mor
Payer chinnho ei bate
Tokhon emni korey bajbe banshi ei nate,
Katbe, din katbe,
Katbe go din ajo jemon din kate, aha,
Emni korey bajbe banshi ei nate
Ghate ghate kheyar tori emni
Emni se din uthbe bhori-
Chorbe goru khelbe rakhal oe mathe.
Tokhon amay naiba mone rakhle,
Tarar pane cheye cheye
Naiba amay dakle
Tokhon ke bole go shei probhate nei ami.
Sokol khelae
Sokol khelae korbe khela ae ami- aha,
Ke bole go shei probhate nei ami
Notun name dakbe more,
Bandhbe notun bahu-dore,
Ashbo jabo chirodiner shei ami.
Tokhon amaye naiba mone rakhle,
Tarar pane cheye cheye
Naiba amay dakle
Jokhon porbe na mor
Payer chinnho ei bate
This Song Written by- Rabindranath Tagore