Bolo Bolo Dugga Elo is Bengali Romantic Song. You Can Get Bolo Bolo Dugga Elo Lyrics In Bengali Font, And Song Lyric Photo, Captions. This Song Is Sang By Monali Thakur, Music By Guddu And Indranil Das Written This Song.
Dugga Elo Song Lyric Photo And Captions High Quality 👇👇👇
….If You Can’t Find The Telegram Channel….
1. Open The Telegram App
2. Type In The Search Bar @voicelyrics
Song : Dugga Elo
Singer : Monali Thakur
Composer : Guddu
Lyricist : Indranil Das
Dugga Elo Song Lyrics In Bengali
দেখ মন, কাশ বন দুলছে যে সারি,
কবে ঢাক, দেবে ডাক দিন গুনছে যে তারই।
শিউলি মাখা গল্প আগমনীর সুর
কুমারটুলির গন্ধ ছড়ালো,
বলো বলো দুগ্গা এলো,
বলো বলো দুগ্গা এলো..
রাতভোর তোড়জোড় কত উৎসবে মাখা
টই-টই হৈ-চৈ সব ঠিক করে রাখা,
করে বিষাদে আড়ি মেতে আড্ডায় ভরপুর
বোধনের রং প্রাণে ছড়ালো
বলো বলো দুগ্গা এলো,
বলো বলো দুগ্গা এলো..
চারদিন প্ল্যানিং আজ ফুর্তিতে ঠাসা
বৈঠক থেকে রাগ সব হুল্লোড়ে ভাসা।
ধুনুচির ছন্দে সে জে হৃদয়ের তাল
হবে ষষ্ঠীতেই শুরু চলো…
বলো বলো দুগ্গা এলো,
বলো বলো দুগ্গা এলো..