Bera Jaal Lyrics
Bera Jaal Lyrics from Montu Pilot Web Series. Its lyrics for Bengali songs. You can find this song lyrics in Bengali. This song is sung by Ishan Mitra, Amit – Ishan gave music to this song and Debaloy Bhattacharya written this song.
Song Name : Bera Jaal
Web Series : Montu Pilot
Singer : Ishan Mitra
Lyrics : Debaloy Bhattacharya
Music Director: Amit – Ishan
Bera Jaal Lyrics In Bengali
একটা মানুষ ছিল গল্প ভরা
একলা শেষের সারিতে,
একলা মানুষ কিছু অল্প তারা
কাঁদতো রাতের বাড়িতে।তার ছেঁড়া তার নৌকোর হাহাকার
বালুচর ঘুরে মরেছে,
তার বেড়াজাল বারবার ছুঁয়ে নোনাজল
জানলা জুড়ে পুড়েছে।
সূর্য হারা রাতে,
শিকল হাতে আকাশ খুঁজোনা
এ আঁধার রাতের তরণী,
যে পার করনি এ পথ অজানা।থেমোনা এ রাতে জোছনা কাঁদে
জেগোনা জেগেছে মোহনায়,
আজ বাঁচতে চাইছে কেউ কি অবেলায়
আগুনে ফাগুন বুনেছে,
আজ বাঁচতে চাইছে কেউ কি মহাকাশ
পাঁজরে জাহাজ এঁকেছে,
সূর্য হারা রাতে,
শিকল হাতে আকাশ খুঁজোনা,
এ আঁধার রাতের তরণী
যে পার করনি এ পথ অজানা
This Song Written by:- Debaloy Bhattacharya