Bengali Shyama Sangeet Amar Chetona Chaitanya Kore Lyrics
Amar Chetona Chaitanya Kore Lyrics from Shyama Sangeet album. You can get Amar Chetona Chaitanya Kore Lyrics In Bengali Font. This song is sung by Anuradha Paudwal, Kumar Sanu & Pannalal Bhattacharya, music by Robbin Ganguli, and Sochi Dulal Chakraupadhya written this song.
Amar Chetona Chaitanya Kore Lyrics |
Song Name – Amar Chetona Chaitanya kore
Singer – Anuradha Paudwal, Kumar Sanu & Pannalal Bhattacharya
Music – Robbin Ganguli
Lyrics – Sochi Dulal Chakraupadhya
Amar Chetona Chaitanya Lyrics In Bangla
আমার চেতনা চৈতন্য করে
দে মা চৈতন্যময়ী
আমার চেতনা চৈতন্য করে
দে মা চৈতন্যময়ী
তোর ভাব সাগরে ভেসে আমি
তোর ভাব সাগরে ভেসে আমি
হব মা তোর পদাশ্রয়ী।
আমার চেতনা চৈতন্য করে
দে মা চৈতন্যময়ী।
অজ্ঞান মোর স্বভাব থেকে,
তোর ভবে তুই নে মা ডেকে
অজ্ঞান মোর স্বভাব থেকে,
তোর ভবে তুই নে মা ডেকে
জ্ঞানো চক্ষু মেলে দেখি
জ্ঞানো চক্ষু মেলে দেখি
কেমন তুই জ্ঞানদাময়ী।
আমার চেতনা চৈতন্য করে
দে মা চৈতন্যময়ী।
তোর ভাবের খেলা দিয়ে,
দে মা আমার যা কিছু সব
অভাব মিটিয়ে।
তোর ভাবের খেলা দিয়ে,
দে মা আমার যা কিছু সব
অভাব মিটিয়ে।
কৌতুহল মোর এ জীবনে,
নিয়ে নে মা তোর ও চরণে
কৌতুহল মোর এ জীবনে,
নিয়ে নে মা তোর ও চরণে
মহানন্দে যাই চলে মা
মহানন্দে যাই চলে মা
হয়ে সর্ব রিপু জয়ী
আমার চেতনা চৈতন্য করে
দে মা চৈতন্যময়ী..
This Song Written by:- Sochi Dulal Chakraupadhya