লজ্জা !!! – না – খোকার প্রশ্ন ???
( আপনারাই ঠিক করবেন )
গোবিন্দ দাস চট্টোপাধ্যায়
Lojja – Khokar Prashno Kobita |
মাকে ধরে প্রশ্ন করে
পাশের বাড়ির ছেলে ।|
বাবা কখন আসবে গো মা
খোকা খোকা বলে ।।চারিদিকে বলছে সবাই
রোগ এসেছে করোনা ।
বাবা আছে অনেক দূরে
বাবাকে যেন ধরো না ।।সবার বাবা ঘরেতে রয়
আমার বাবা দূরে ।
আমরা কেন পাই না খেতে
দুবেলা পেট ভরে ।।এইতো সেদিন বন্ধুরা সব
টিফিন বাক্সে ভরে ।
খেলার মাঠে টিফিন নিয়ে
খেলে মজা করে ।।আসুক বাবা বলবো তারে
বড্ড তুমি পাজি।
কেন তুমি দাও না কিনে
চাওমিন পাও ভাজি ।।টিফিন বাস্কো নেইকো আমার
ঠোঙায় করে মুড়ি ।
কান্না কাটি বায়না শুনে
দিয়েছে মেজো খুড়ি ।।বলেছিলাম বাবাকে মোর
টিফিন বাস্কো চাই।
বাবা আমার দিয়েছে কথা
আনতে ভুলবে নাই ।।ওমা আমার বাবা কখন
আসবে তুমি বলো।
রান্না কেন হয়না কেন
আখি ছল ছল ।।মা বলে মানিক রে তোর
আসবে বাবা কাল।
আনবে অনেক জিনিস কিনে
সবজি ও চাল ডাল ।।রান্না তখন করবো ঘরে
গরম গরম ভাত।
থাকবে নাকো কোনো অভাব
উঠবে মুখে হাত ।।মায়ের পরশে ঘুমিয়ে পড়ে
রাত কেটে হয় ভোর।
ঠক ঠোকা ঠক দরজা ঠুকে
খুলে দেয় মা দোর ।।দেখো ওমা পুলিশ কেন
বাস্কো মাথায় করে।
ধীরে ধীরে নামাই তারা
দু চারজন ধরে ।।বল আমার বাবা কোথায় ?
বাস্কে কে পাঠিয়েছে খাবার ?
পুলিশ বলে বাস্কে ভরা
কাটা দেহ তোমার বাবার ।।মা তো তখন জ্ঞান হারিয়ে
লুটিয়ে পড়ে ভুঁয়ে।
বাবার দেহ রক্ত মাখা
রয়েছে বাস্কে শুয়ে ।।ছবি দেখায় পুলিশ বাবু
রেল লাইনের ধারে।
টিফিন বাক্স টুকরো রুটি
ছড়িয়ে সারে সারে ।।হায়রে এমন ভাগ্য শ্রমিক
রেললাইনে শয্যা।
এর চাইতে এ দেশেতে
কি আর আছে লজ্জা ?মা বলে মানিক রে তোর
আসবে বাবা কাল।
আনবে অনেক জিনিস কিনে
সবজি ও চাল ডাল ।।রান্না তখন করবো ঘরে
গরম গরম ভাত।
থাকবে নাকো কোনো অভাব
উঠবে মুখে হাত ।।মায়ের পরশে ঘুমিয়ে পড়ে
রাত কেটে হয় ভোর।
ঠক ঠোকা ঠক দরজা ঠুকে
খুলে দেয় মা দোর ।।দেখো ওমা পুলিশ কেন
বাস্কো মাথায় করে।
ধীরে ধীরে নামাই তারা
দু চারজন ধরে ।।বল আমার বাবা কোথায় ?
বাস্কে কে পাঠিয়েছে খাবার ?
পুলিশ বলে বাস্কে ভরা
কাটা দেহ তোমার বাবার ।।মা তো তখন জ্ঞান হারিয়ে
লুটিয়ে পড়ে ভুঁয়ে।
বাবার দেহ রক্ত মাখা
রয়েছে বাস্কে শুয়ে ।।ছবি দেখায় পুলিশ বাবু
রেল লাইনের ধারে।
টিফিন বাক্স টুকরো রুটি
ছড়িয়ে সারে সারে ।।হায়রে এমন ভাগ্য শ্রমিক
রেললাইনে শয্যা।
এর চাইতে এ দেশেতে
কি আর আছে লজ্জা !!!!!