(রাধা) Radha Lyrics | Asur | Iman Chakraborty

2105

Radha Lyrics

Radha Lyrics from Asur album. its lyrics for Bengali songs. This song is sung by Iman Chakraborty & Shovan Ganguly, Bickram Ghosh gave music to this song and Sugato Guha written this song. You can find this song lyrics in Bengali font.

This video is taken from the official channel 
Grassroot Entertainment of YouTube

Song : Radha
Music Direction : Bickram Ghosh
Lyrics : Sugato Guha
Singers : Iman Chakraborty & Shovan Ganguly

Radha Lyrics

আমি রাধার মতো কলঙ্ক যে চাই,
আমি রাধার মতো কলঙ্ক যে চাই ‌,
রং মশালের আগুন মেখে
সূর্য হয়ে যাই,
রং মশালের আগুন মেখে
সূর্য হয়ে যাই,
দাফন হবো তোর সাথে
তাই কাফন খুঁজে যাই,
রাধার মতো কলঙ্ক যে চাই,
আমি রাধার মতো কলঙ্ক যে চাই।
চেনা সুর একতারাতে বাজলো যে আবার
মরেছি তোর হাতে তুই আমার অহংকার।
দরিয়ায় ভাসে আজ কোন মুসাফির
দরিয়ায় ভাসে আজ কোন মুসাফির,
হয়রান সে আর পায়না যে তীর
হয়রান সে আর পায়না যে তীর।
তোকে পাবো কি পাবো না আর
মন‌ জ্বলে পুড়ে একাকার,
তোকে পাবো কি পাবো না আর
মন‌ জ্বলে পুড়ে একাকার,
রং মশালের আগুন মেখে
সূর্য হয়ে যাই,
রাধার মতো কলঙ্ক যে চাই।
চেনা সুর একতারাতে বাজলো যে আবার
মরেছি তোর হাতে তুই আমার অহংকার।

This Song Written by:- Sugato Guha