Old Song Maahi Re Lyrics
Maahi Re Lyrics from Bagh Bandi Khela album. You can get Maahi Re Lyrics In Bengali Font. This song is sung by Armaan Malik, with music by Jeet Gannguli, and Raja Chanda wrote this song.
Maahi Re Lyrics |
Movie : Bagh Bandi Khela
Song : Mahi Re
Singer : Armaan Malik
Music : Jeet Gannguli
Lyrics : Raja Chanda
Mahi Re Lyrics In Bangla
এক ফালি রোদ এসে,
হাতছানি ভীনদেশে
নীল আসমানী, মনমানী যে আজ।
সারাদিন, তেরে বিন
কেটেছে এতো দিন,
চল ঘর ছাড়া, মন কাড়া মেজাজ।
মাহি রে, ও মাহি রে
চল পায়ে পায়ে নিখোঁজ হয়ে যাই।
মাহি রে, ও মাহি রে
নীল চোখের তারায় নিজেকে হারাই।
আজ উদাস হাওয়ায়
ছুটির ডাকে অনেক কল্পনা।
সব ঘরের বাঁধন
টুকরো করে প্রেমের জল্পনা।
ঐ সোনা জলে মরীচিকা
ইচ্ছেরা স্বাধীন
হোক বালি ঢেউয়ে
সারাবেলা অপেক্ষা রঙিন।
হঠাৎই পাগলামি
তোর মুচকি হাসি ঝড়
খুশির এই মোহনায়
হোক নতুন খেলাঘর।
মাহি রে, ও মাহি রে
চল পায়ে পায়ে নিখোঁজ হয়ে যাই।
মাহি রে, ও মাহি রে
নীল চোখের তারায় নিজেকে হারাই।
নীল আকাশ ভেলায়
মন বেচারা মেঘের সন্ধানে।
তোর খেলনা পুতুল
রান্না বাটি এবার সঙ্গেনে।
দিন হোক না ছোট পালকে উড়া
বুকের অন্তরে।
তোর ছোট্টবেলার মন পাখিটা
থাকুক অন্দরে।
ঘুরে দেখ, চারপাশে
শুধু আলোর চলাচল,
দু’ঠোঁটের আড়ালে
আজ মনের কথা বল।
মাহি রে, ও মাহি রে
চল পায়ে পায়ে নিখোঁজ হয়ে যাই।
মাহি রে, ও মাহি রে
নীল চোখের তারায় নিজেকে হারাই।
This Song Written by:- Raja Chanda