Elo Maa Dugga Thakur Lyrics from Dugga Ma album. You can get Elo Maa Dugga Thakur Lyrics In Bengali Font. This song is sung by Sonu Nigam, Monali Thakur & Jeet Gannguli, music by Jeet Gannguli, and Priyo Chatterjee written this song.
Elo Maa Dugga Thakur Lyrics |
Song : Elo Maa Dugga Thakur
Singers : Sonu Nigam, Monali Thakur & Jeet Gannguli
Music : Jeet Gannguli
Lyricist : Priyo Chatterjee
Elo Maa Dugga Thakur Lyrics In Bengali
বলো দুগ্গা মাইকি – জয়
বলো দূর্গা মাইকি – জয়
বাজে ঢাক ঢ্যামকুরাকুর
এলো মা দুগ্গা ঠাকুর,
কী মধুর মায়ের প্রতিমা ..
লাগে দোল কাশের বনে
খুশি আজ সবার মনে,
সবই মা তোমার করুণা।
দুগ্গা মা, দুগ্গা মা
দেখাও তোমার মহিমা …
জয় মা দূর্গা, জয় মা দূর্গা..
তুমি মা প্রকৃতি
দূর করে দুর্গতি,
ফেরালে হাসি মুখে।
তোমারই চরণে
আবার এ ভুবনে
থাকবো মা শান্তি সুখে।
মা তোমার আগমনে
পেয়েছি শক্তি প্রাণে,
জাগে তাই শুভ কামনা ..
লাগে দোল কাশের বনে
খুশি আজ সবার মনে
সবই মা তোমার করুণা ..
দুগ্গা মা, দুগ্গা মা
দেখাও তোমার মহিমা ..
This Song Written by:- Priyo Chatterjee