Tumi Robe Nirobe Lyrics
Tumi Robe Nirobe Lyrics. its lyrics of Rabindra sangeet. This song is sung by Sanam Puri, and Rabindranath Tagore wrote this song. You can find Tumi Robe Nirobe Lyrics In Bengali font.
This video is taken from the official channel
Sanam of YouTube
Song Name- Tumi Robe Nirobe (তুমি রবে নীরবে)
Vocals – Sanam Puri
Lyricist- Rabindranath Tagore
Tumi Robe Nirobe Lyrics In Bengali
তুমি রবে নীরবে, হৃদয়ে মম
তুমি রবে নীরবে
নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী-সম
তুমি রবে নীরবে, হৃদয়ে মম
তুমি রবে নীরবে।
মম জীবন যৌবন, মম অখিল ভুবন
তুমি ভরিবে গৌরবে নিশীথিনী-সম
তুমি রবে নীরবে, হৃদয়ে মম
তুমি রবে নীরবে।
জাগিবে একাকী, তব করুণ আঁখি
তব অঞ্চল-ছায়া মোরে রহিবে ঢাকি
মম দুঃখ-বেদন মম সফল-স্বপন
মম দুঃখ-বেদন মম সফল-স্বপন
তুমি ভরিবে সৌরভে, নিশীথিনী-সম।
তুমি রবে নীরবে, হৃদয়ে মম
তুমি রবে নীরবে,
নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী-সম
তুমি রবে নীরবে, হৃদয়ে মম
তুমি রবে নীরবে।
This Song Written by:- Rabindranath Tagore