New Bengali Song Keu Nei Lyrics In Bengali
Keu Nei Lyrics In Bengali from Keu Nei album. You can get Keu Nei Lyrics In Bengali Font. This song is sung by KM Tasreef Siddiqui, music by Saleh Ahmen Samee, and KM Tasreef Siddiqui written this song.
Keu Nei Lyrics In Bengali |
Song : Keu Nei
Vocal : K M Tasreef Siddiqui
Lyric & Tune : K M Tasreef Siddiqui
Composition : Saleh Ahmen Samee
Keu Nei Lyrics In Bengali
কাটা ঘুরে ১২ থেকে ১২,
সকাল ত হবে আবারও
ওলিতে গলিতে শহরে নগরে
চেচামেচি চিৎকারে সব যায় ভরে
কেউ নেই…
কত জন এলো আরও জানি কতজন আসবেই।
কেউ নেই, আমার কেউ নেই
কেউ নেই, আমার কেউ নেই।
দুটো পাখি একসাথে বেধেছিল বাসা,
চোখে নিয়ে স্বপ্ন, মনে কত আশা।
দুটো পাখি একসাথে বেধেছিল বাসা,
চোখে নিয়ে স্বপ্ন, মনে কত আশা।
হালকা বাতাসেই ঘর নড়বড়
এক পাখি ভাবে এই এলো বুঝি ঝড়।
একজনে আগ্লায় একজনে হাসে
একজনে সংসয়ে উড়ে গেল শেষে
বোকা পাখি হলো একা আজ তার পাশে
কেউ নেই..
কতজন এলো আরও জানি কতজন আসবেই
কেউ নেই, আমার কেউ নেই
কেউ নেই, আমার কেউ নেই।
চেনা মানুষের মুখে নতুন মুখোশ
সময়তো বদলায় ওদের কি দোষ?
চেনা মানুষের মুখে নতুন মুখোশ
সময়তো বদলায় ওদের কি দোষ?
পার ভেনগে পার হয়, ওপার ত সুখে রয়
আমি আছি খুব আছি এইত পাশে কেউ নেই।
কতজন এলো আরও জানি কতজন আসবেই..
কেউ নেই, আমার কেউ নেই
কেউ নেই, আমার কেউ নেই।
This Song Written by:- K M Tasreef Siddiqui