Ish Debashish Lyrics
Ish Debashish Lyrics from Ish Debashish. Its lyrics for Bengali songs. This song is sung by Anupam Roy, Anupam Roy gave music to this song and Anupam Roy written this song. You can find this song lyrics in Bengali both font.
This video is taken from the official channel
SVF Music of YouTube
Song Name: Ish Debashish
Lyrics, Music, and Vocals: Anupam Roy
Arranged by: The Anupam Roy Band
Guitar: Rishabh Ray
Ish Debashish Lyrics In Bengali
ইস দেবাশিস, তুমি বড়ো হয়ে গেছো দেবাশীষ
ইশ দেবাশীষ, চেনা ঠিকানার নেই হদিশ
ইশ দেবাশিস, বয়ে গেলো শুধু বছরের ঢেউ
ভালোবাসো যাকে, আজ তার পাশে অন্য কেউ
একে একে সব চলে যায়
স্কুল পাড়া কলেজ অফিস
সিলেবাস শেষ হয়ে যায়
জীবন দিয়ে যায় না নোটিশ
দেবাশিষ তুমি তারাদের পাহারা দাও
রোজ রাতে নেশা তুর চোখে ফিরতে চাও
দেবাশীষ তুমি সব কিছু গিলে ফেলে
লেখো ভালো আছো ফেসবুকে দেয়ালে
ইস দেবাশিস, ছেড়া বোতামের ক্ষত ভোলা যায়
লেগে থাকে সুতো তোমার হৃদয়ের এক কোনায়
হো. ইস দেবাশিস, ভেঙে যাওয়া কিছু বোতলের কাঁচ
শুকিয়েছে জল, ছটফট করে মরে গেছে মাছ
কেউ বলে দিলোনা তোমায়
কি হারালে কি কি পাওয়া যায়
একদিন ফুরিয়ে গেলে
দেরি হয়ে গেলো দোটানা হায়
দেবাশিষ তুমি তারাদের পাহারা দাও
রোজ রাতে নেশা তুর চোখে ফিরতে চাও
দেবাশীষ তুমি সব কিছু গিলে ফেলে
লেখো ভালো আছো ফেসবুকে দেয়ালে
ইস দেবাশিস ..
This Song Written by:- Anupam Roy
Ish Debashish Lyrics |